২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

ঠাকুরগাঁওয়ে নিখোজের তিনদিন পর পুকুরে মরদেহ

 

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও:

য়াডাঙ্গী উপজেলায়

নিখোঁজের ৩ দিন পর পুকুর

থেকে সামতি রানী (২০)

নামের এক গৃহবধূর মরদেহ

উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওই উপজেলার আমজানখোর ইউনিয়নের উদয়পুর গ্রামের জগেশ মাস্টারের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

নিহত গৃহবধূ সামতি রাণী (২০) উদয়পুর গ্রামের নিহত বিলাশ পালের স্ত্রী ও পার্শ্ববর্তী গ্রামের ভেলটু পালের কন্যা।পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর ভোরবেলা স্ত্রীর সঙ্গে অভিমান করে ওই গৃহবধূর স্বামী বিলাশ পাল গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে পরিবার লোকজন তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কিন্তু পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মারা যান সে। এরপর ২৮ সেপ্টেম্বর ভোররাত থেকেই নিখোঁজ হন গৃহবধূ সামতি রাণী। সোমবার সন্ধ্যায় তার মরদেহ জগেশ মাস্টারের পুকুরে ভাসমান দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাব্বেরুল হক বলেন, ‘গৃহবধূর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত সাপেক্ষ্য‌ে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(Visited ৩৬ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী