১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

ফেনীতে যানজট নিরসনে ও পরিচ্ছন্ন শহর গড়তে গণসচেতনতামূলক কর্মসূচিতে -নিজাম হাজারী

ফেনী প্রতিনিধি:
ফেনী শহরে যানজট নিরসন, সুশৃঙ্খলভাবে রিক্সা সড়কের বাম পাশে চলাচল করার লক্ষ্যে ও পরিস্কার-পরিচ্ছন্ন শহর গড়তে গণসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফেনী শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে ও প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার এর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান। এ সময় ফেনী পৌরসভার প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, পৌর কাউন্সিলর সাইফুর রহমান, ফেনী সেন্ট্রাল হাই স্কুল গভর্নিং বডির সভাপতি সাংবাদিক নুরুল করিম মজুমদার, পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, বাহার উদ্দিন বাহার, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীসহ বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলরবৃন্দ, চেম্বার অব কমার্সের প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন। কর্মসূচি উদ্বোধন শেষে নিজাম হাজারী এমপি ফেনী শহরের প্রতিটি সড়ক ঘুরে যানজট নিরসন ও সুশৃঙ্খলভাবে রিক্সা সড়কের বাম পাশে চলাচল করছে কিনা এবং পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে ফেনী সরকারী কলেজ, ফেনী জিয়া মহিলা কলেজ, ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী জিএ একাডেমীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সড়কে দাঁড়িয়ে চলাচলকারী যানবাহনের শৃঙ্খলা আনতে সহায়তা করেন। এছাড়া রাস্তায় পড়ে ময়লা পৌরসভার দেয়া ঝুঁড়িতে তুলে নিয়ে শহর পরিচ্ছনতায় অংশ নেয়।

 

(Visited ১০ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী