২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

মাদারীপুরে এলাকায় দু’পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত ১০

নিউজ ডেস্ক:

মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান এলাকায় দুই পক্ষের সংঘর্ষে শ্যাম দাশ নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরো ১০ জন।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান এলাকার নারায়ন বাড়ৈর সাথে পুকুরের মাছ ধরা নিয়ে একই এলাকার তারক দাশের কথা কাটাকাটি হয়।

এই ঘটনার জের ধরে নারায়ন বাড়ৈর লোকজন হামলা চালিয়ে শ্যাম দাশকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে শ্যাম দাশকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নেয়ার পথে শ্যাম দাশ মারা যায়। পরে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ঘটনাস্থালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(Visited ৯ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী