২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

রাবিতে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উৎসব শুরু

রাবি প্রতিনিধি:
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) এর যৌথ উদ্যোগে আগামী শনিবার ও রবিবার (২৮ও ২৯ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী ৪র্থ জাতীয় বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এই মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আকবর হুসাইন। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরি এম জাকারিয়া। এছাড়াও প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন অনুষদের অধিকর্তা, ইন্সিটিউটের পরিচালকগণ এবং সায়েন্স ক্লাবের উপদেষ্টা মন্ডলীগণ উপস্থিত থাকবেন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডীন্স কমপ্লেক্সে আরইউএসসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এবারের উৎসবে থাকছে প্রাজেক্ট শো, সায়েন্স অলিম্পিয়াড, ৩ মিনিট প্রেজেন্টেশন, সায়েন্টিফিক বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন ও ৬ডি মুভি প্রদর্শনীসহ মোট ১০ টি ইভেন্ট। এছাড়াও থাকছে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজন। বিভিন্ন সেমিনার অলিম্পিয়াড ও অন্যান্য প্রতিযোগিতাগুলো বিশ্ববিদ্যালয়ের ডীন্স কমপ্লেক্স ও বিজ্ঞান ভবনগুলোতে অনুষ্ঠিত হবে।

ক্লাবের উপদেষ্টা ও রসায়ন বিভাগের অধ্যাপক মো. তরিকুল হাসান বলেন, ভিশন ২০৪০ সালকে সামনে রেখে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা অব্যাহত রাখতে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা প্রয়োজন। ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তরুণ জনগোষ্ঠীকে সঠিক বিজ্ঞান চর্চা করতে হবে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এমন আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ২০১৫ সালে যাত্রা শুরু করে। বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় নিবন্ধিত এই ক্লাবটি যাত্রার শুরু থেকেই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিজ্ঞান চর্চায় উৎসাহিত করে আসছে। এরই ধারাবাহিকতায় এই উৎসব আয়োজন করা হয়েছে।

বিজ্ঞান উৎসবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। নিবন্ধন করতে ক্লাবের ওয়েবসাইট ( www.rusc.org.bd/fsf) অথবা ক্লাবের বুথে নিবন্ধন করা যাবে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২ পর্যন্ত। সাধারণ দর্শনার্থীদের জন্য উৎসব উন্মুক্ত থাকবে। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন #

(Visited ১০ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান