ফেনী প্রতিনিধি:
ফেনীতে ভেজাল বিরোধী অভিযানে তিন হোটেলের বিরুদ্ধে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। ৮ সেপ্টেম্বর, রোববার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা ফেনী শহরে ভেজাল বিরোধী অভিযানে পরিচালনা করেন।
তিনি জানান, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ডে রহমানিয়া হোটেলকে ৩ হাজার টাকা, ট্রাংক রোডের শামীম হোটেলকে ৭ হাজার টাকা, কাশেম হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা ভারপ্রাপ্ত স্যানেটারী ইন্সপেক্টর নুরুল করিম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
(Visited 1 times, 1 visits today)