৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |

আফগানিস্তানে সেনাবাহিনীর বাস লক্ষ্য করে বোমা হামলায় নিহত-১০

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে সোমবার একটি বোমা হামলার ঘটনায় এক শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। একজন প্রাদেশিক কর্মকর্তা বলেছেন, সেনাবাহিনীতে নতুন যোগ ব্যক্তিদের বহনকারী একটি মিনিবাস লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়।

নানগরহার প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র আতাউল্লাহ খোগইয়ানি বলেছেন, জালালাবাদ শহরে ওই হামলার ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছে। একটি রিকশার ভেতর ওই বোমাটি রাখা ছিল এবং যখন সেনাসদস্যদের বহনকারী ওই বাসটি সামনে তখন বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

খোগইয়ানি বলেন, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, প্রথম বোমার বিস্ফোরণের পর ওই এলাকায় আরও দুটি বোমা সফলভাবে নিষ্ক্রিয় করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে কেউই এই হামলার দায় স্বীকার করেনি। কিন্তু অস্থিতিশীল নানগরহার প্রদেশে তালেবান এবং ইসলামিক স্টেট গ্রুপ সক্রিয়।

সাম্প্রতিক সময় আফগানিস্তান বোমা হামলার পরিমাণ বেড়ে গেছে। বিশেষ করে গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর সহিংসতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

(Visited ৮ times, ১ visits today)

আরও পড়ুন

মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান
এশিয়ান টিভির ফেনী জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক সোহাগ