ধর্ম ও জীবন:
ইনসানিয়াত মানে ইনসানকে ইনসান হিসেবে দেখা অন্য কোনো হিসেবে নয়। ইনসানিয়াতে নারী পুরুষ নেই,সাদা কালো নেই, দেশি বিদেশি নেই, জাত গোত্র নেই, সবাই মানুষ। ইনসানিয়াত বস্তুর উর্ধ্বে মানবসত্তা।
ইনসানিয়াত পৃথক করে বিচার- মূল্যায়ন ও পক্ষ- বিপক্ষ করে কেবল সত্য ও মিথ্যা,জ্ঞান ও মূর্খতা, ন্যায় ও অন্যায়, স্বাধীনতা ও পরাধীনতা, অধিকার ও রুদ্ধতা, সুবিচার ও অবিচার, মানবতা ও পাশবতা,দয়া ভালোবাসা ও হিংস্রতা সংকীর্ণতা, মুক্ত জীবন খেলাফত ও স্বৈরদস্যুতা মুলুকিয়ত, কল্যান ও অকল্যান, বিশ্বস্ততা ও বিশ্বাসঘাতকতা, সৎ গুনাবলী ও অসৎ প্রকৃতির ভিত্তিতে তথা কেবল ইনসানিয়াত ও এন্টি ইনসানিয়াতের ভিত্তিতে।
বাহ্যিক বিষয়গুলো ইনসানিয়াতে মূল নয় গৌন বিষয়, পোষাকি বিষয়, অতএব জীবনের মূল পরিচয় নয়, সত্তা নির্ধারণী নয়, অস্তিত্বের মূল সত্য নয়।
ইনসানিয়াত মানবাত্মায় বিশ্বাসী যা সকল বস্তুগত পরিচয়ের উর্ধ্বে। ভাষা-গোত্র-লিংগ-বর্ণ কোনো বস্তুগত দৃষ্টিতে ইনসানিয়াতে কোনো আলাদা অস্তিত্ব নেই কোনো বিভেদ বৈষম্য ও আলাদা দৃষ্টিভংগীও নেই।
ইনসানিয়াত জীবনের সত্য। ইনসানিয়াতে আত্মসত্তা ও আত্মউপলদ্ধির ভিত্তি একমাত্র আত্মা ও জীবনের দয়াময় স্রষ্টা ও স্রষ্টার পবিত্র আলোকধারা মহান রেসালাত।
— আল্লামা ইমাম হায়াত
(বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)