কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি যাত্রীবাহী বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর দক্ষিণ মডেল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, যাত্রীবাহী তিনটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার এসআই খাদেমুল বাহার জানান, দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
(Visited ৮ times, ১ visits today)