মোঃআবদুল মুনাফ পিন্টু :
দাগনভূঞায় চোরাইকৃত মালামালসহ নুরুজ্জামান প্রকাশ নুরু (৩৭) কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত নুরুজ্জামান প্রকাশ নুরু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে। উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর হাটখোলা বাড়ীর দরজা থেকে গত ২৭/১০/১৯ইং তারিখে এএসআই মানিক সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রি বেলায় পুলিশের চেকপোস্ট ডিউটি চলাকালীন সময় সন্দেহ হলে একটি সিএনজি যাহার নং- -থ-১১-৭০৩২ পুলিশ সিগনাল দিলে সিগনাল অমান্য করে পালানোর সময় পুলিশ দৌড়াইয়া নুরুজ্জামান প্রকাশ নুরু কে গ্রেফতার করে। এবং অজ্ঞাতনামা আরো দুইজন পালিয়ে যায়। আসামীর কাছ থেকে ব্যপক পরিমান বিভিন্ন কোম্পানীর সিগারেট ও মোবাইল কার্ড পাওয়া গিয়াছে। চোরাইকৃত মালামাল ১৭,৫০০/- টাকার বিভিন্ন কোম্পানীর সিগারেট, নগদ ৪০,০০০/- টাকা, মোবাইল রিচার্জ কার্ড ১৪,০০০/- উদ্ধারকৃত মালামাল ৫,১৫২ টাকার বিভিন্ন কোম্পানীর সিগারেট ও মোবাইল রিচার্জ কার্ড সহ তাকে আটক করা হয়। চোরাইকৃত মালামালের মালিক কে এখনো পাওয়া যায় নাই। থানার এএসআই মানিক জানান, আসামীর বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় ০৩টি মাদক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে দাগনভূঞা থানায় চুরির মামলা রুজু হয়। থানার ওসি তদন্ত প্রার্থ প্রতিম দেব ধৃত আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
দাগনভূঞা উপজেলা প্রতিনিধিঃমোঃআবদুল মুনাফ পিন্টু
ফোনঃ০১৮২৮৭১০১৯৬
১৮/১০/২০১৯