শিক্ষাঃ
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহ্বানে সারাদেশের ন্যায় ফেনী জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে সোমবার ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি পালন করা হয়। উল্লেখ্য ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার ১০টা থেকে ০১টা পর্যন্ত তিন ঘন্টার কর্মবিরতি পালন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ফেনী জেলার নেতৃবৃন্দ। দাবী আদায় না হওয়া পর্যন্ত সকল কর্মসূচিতে জেলার সকল শিক্ষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে জেলা নেতৃবৃন্দ জানান।
উল্লেখ্য ইউপি নির্বাচনের কারণে দাগনভূঞা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ বন্ধ থাকায় কর্মসূচী পালিত না হলেও আগামীকাল থেকে দাগনভূঞা উপজেলার শিক্ষকেরাও এই কর্মসূচী পালন করবেন বলে শিক্ষকদের সাথে আলাপ করে জানা যায়।