ফেনী প্রতিনিধি:
ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আনন্দপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদার। সম্মেলন উদ্বোধন করেন আনন্দপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদুল হক রতন।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী রতনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফুলগাজী উপজেলা যুবলীগের সভাপতি ছালেহ আহমদ মিন্টু ও সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারী।
এসময় অন্যান্যের মাঝে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, উপ-প্রচার সম্পাদক আবদুল্লাহ মিলকী, ত্রাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন মজুমদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আনন্দপুর ইউনিয়ন যুবলীগের ১নং ওয়ার্ডে সভাপতি পদে জিয়াউল হক, সাধারণ সম্পাদক পদে মো. রাসেল, ২নং ওয়ার্ডে সভাপতি পদে নুরুল ইসলাম হাজারী, সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন মজুমদার, ৩নং ওয়ার্ডে সভাপতি পদে মহরম আলী, সাধারণ সম্পাদক পদে মীর হোসেনের নাম ঘোষণা করা হয়।