ফেনী প্রতিনিধি:
আমাদের কর্মই আমাদের ভবিষ্যত, পুষ্টিকর খাদ্যেই হতে পারে ক্ষুধামুক্ত পৃথিবী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় ফেনীতেও খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিভিল সার্জন মো. নিয়াতুজজামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জয়েন উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন- জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শহীদ উদ্দিন মাহমুদ। সভা পরিচালনা করেন- ফেনী সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া।
খাদ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে শুরুতে দিবসটি উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় আরো অংশ নেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাম্মৎ সুমনী আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান হাবিবসহ অন্যান্য কর্মকর্তাগণ।