২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনীতে ডাকাত দলের প্রধানসহ আটক ২

ফেনী প্রতিনিধি:

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল আগ্নেয় ও দেশীয় ধারালো অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের প্রধান তাহেরসহ ২ ডাকাতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাতে শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, ১০ রাউন্ড তাজা গুলি ও বিপুল পরিমাণ দেশীয় তৈরি ধারালো অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডাকাতরা হলো- নোয়াখালী সুধারাম এলাকার মানিক মিয়ার ছেলে আব্দুল তাহের (২৮) ও অপরজন ফেনী মহিপালে অস্থায়ী বসবাসকারী ভোলা চরফ্যাশনের সুলতান আহমেদের ছেলে জয়নাল আবেদিন (৩৮)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় জেলা ডিবি পুলিশ কার্যালয়ে পরিদর্শক রঞ্জিত বড়ুয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল ডাকাত শহরের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদের বাকি সদস্যরা পালিয়ে গেলেও আন্তঃজেলা ডাকাত দলের প্রধান আবদুল তাহের ও মোহাম্মদ জয়নালকে আটক করে পুলিশ। এসময় তাদের ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় এলজি, ১০ রাউন্ড গুলিসহ বিপুল ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, বিপুল পরিমাণ অস্ত্রসহ দুইজন ডাকাত গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’