ফেনী প্রতিনিধি:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্যপরিষদের আহ্ববানে ফেনী জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধরণের দাবীতে অন্দোলনরত ১৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্যপরিষদ ডাকে গত সোমবার থেকে কর্মবিরতি পালন করেছেন। জেলার বিভিন্ন বিদ্যালয় সরজমিন ঘুরে কর্মবিরতি চলাকালীন শিক্ষকেরা বিদ্যালয়ের অফিসকক্ষে বসে আর শিক্ষার্থীদের বিদ্যালয়ের মাঠে বা শ্রেণিকক্ষে খেলাধুলা করে সময় কাটাতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষকদের সাথে আলাপ করে জানা যায়, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধরণের সুস্পষ্ট ঘোষণা পর্যন্ত তারা কর্মসূচী পালন করবেন। ইতিমধ্যে শিক্ষকেরা ১৪ অক্টোবর সকাল ১০টা হতে ১২টা, ১৫ অক্টোবর সকাল ১০টা হতে দুপুর ১টা, ১৬ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। আন্দোলনরত শিক্ষকেরা জানান আগামী ২৩ অক্টোবর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্যপরিষদের আহ্ববানে ঢাকায় মহাসমাবেশে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন। ২৩ তারিখের মধ্যে দাবী পূরণের সুস্পষ্ট কোন ঘোষণা না আসলে সেই মহাসমাবেশেই পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।