বিশেষ প্রতিনিধি:
সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরাম কৃর্তক অপরাধ দমনে সরকার, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (৫ অক্টোবর) ঢাকার সেগুন বাগিচা কচিকাচা মেলার কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে যাদের অক্লান্ত পরিশ্রম, সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য অপরাধ কমেছে মানুষ শান্তিতে বসবাস করছে, মানুষের সেবা নিশ্চিতে কাজ করেছে ঐ সকল গুনী ব্যক্তিদের সন্মাননা স্মারক প্রদান করা হয়। ফেনী জেলার দাগনভূঞা বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন দাগনভূঞা বাজারকে অপরাধ মুক্ত করেন এবং দীর্ঘদিন ব্যবসায়ীরা শান্তিতে তাদের ব্যবসা পরিচালনা করেছেন।
এছাড়াও তিনি প্রতিষ্ঠাতা সভাপতি ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ, সভাপতি কৃষ্ণরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সভাপতি মানবধিকার কমিশন দাগনভূঞা উপজেলা। আবুল কায়েস রিপন তার বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং সাংগঠনিক দক্ষতার জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ করেন।