সাজ্জাদ হোসেন চিশতী:
মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা বলেছেন ছাএলীগ কে? খুনি যে দলেরই হোক বিচার হবে।আসামি সবচেয়ে দ্রুত সময়ে গ্রেপ্তার হলো,বুয়েটের ভিসি ও কতৃপক্ষ ১০ দফা দাবী মেনে নিল,তারপর ও আবার ৫ দফা,আবার আন্দোলন, আবরার এর বাবাও বলেছে তিনি তার ছেলের হত্যার বিচার চান,কিন্তু কেউ এটাকে রাজনৈতিক ইসু করুক তা তিনি চান না।আর সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায় শিবির নুরু,না হলে দেশের সব বিষয়ে সে নাক গলায়,সে ডাকসুর ভিপি, সে ডাকসু নিয়ে ঢাবি নিয়ে থাকবে,না তাকে সরকার বিরুদ্ধি সকল কাজে দেখা যায়।আর এখন যারা কাল থেকে বুয়েট নিয়ে আন্দোলন করবে বলছে তাদের পরিচয় ও উদেশ্যটা বের করা উচিত। আমাদের সকল গোয়েন্দা সংস্থা কে ও আইসিটি মন্ত্রনালয়কে আরো একটিভ হতে হবে,কারন ফেসবুকে আবরার কে কেন্দ্র করে প্রচুর সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী বিরুদ্ধি প্রচারনা শুরু হয়েছে,আবরার এর লাশের যায়গায় অন্য ছবি ছড়িয়ে দেয়া হচ্ছে,এই হত্যার ছবির সাথে ১৯৭১ সালের ছবিদিয়ে তুলনা করা হচ্ছে,মাননীয় প্রধানমন্ত্রী,সরকার কে অকথ্য ভাষায় গালাগালি করছে,দেখার কেউ নেই, ফেসবুক আইডি গুলো চেককরে ওদের বের করতে হবে,পাশাপাশি ১০দফা মানার পরও এখন আন্দোলন টা কিসের,কারা করছে তাও বের করতে হবে। না হলে জামাত,শিবির, বিএনপি ও সরকার বিরুদ্ধি চক্র ঘোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছে,করবে। দলীয় নেতা কমী দের ও সজাগ থাকতে হবে।