সুন্নী আকিদার নাম এবং আকিদার ভিত্তিতে দ্বীনের মূল ধারার নাম, যা পূর্ণাঙ্গ। হক আকিদা ঈমানের পূর্বশর্ত, ঈমান আমলের পূর্বশর্ত।
আকিদা ঈমান ঠিক না থাকলে এবং কোনো বাতিলের সাথে যুক্ত থাকলে হাজার ফরজ ওয়াজিব সব আমল থাকলেও সে সুন্নী নয় তথা মুসলিম ই নয় বরং বাতিল।
দাড়ি টুপি জোব্বা রবীন্দ্রনাথেরও ছিলো, সুন্নী অসুন্নী এসবের উপর নির্ভর করে না।
সুন্নী বা অসুন্নী কেবল আকিদা বিশ্বাস ঈমানী বিষয়, আকিদা ঈমানের খেলাফ হলে কিম্বা কোনো বাতিলের দলমতের সমর্থক হলে সে সুন্নী আর থাকে না।
#আল্লামা ইমাম হায়াত
( ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রকৃত ধারার এ যুগের পূণরূজ্জীবনকারী এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)
(Visited 1 times, 1 visits today)