২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

আল্লামা ইমাম হায়াত সুন্নীয়তের উদ্ধারকারী ও রক্ষক

মতামত:–

 

আল্লামা আরেফ সারতাজ   আল্লামা কাওসার আমীন

ইমাম হায়াতের দিশার বাইরে সুন্নীয়তের নির্ভেজাল বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ কোনো ধারা নেই, থাকলে দেখাও। সব ভন্ডামি দালালি থেকে ইমাম হায়াত ই সুন্নীয়তের মুক্তির দিশা দিয়েছেন।

ইমাম হায়াতের দিশার আগে নিকট অতীত থেকে সুন্নীয়তের নামে খারেজি এজিদবাদি মতবাদকে সুন্নীয়তের নামে চালিয়ে দেয়া হচ্ছিল।

ইমাম হায়াত ছাড়া আর কেউ বস্তুবাদি মতবাদের বিণাশী গ্রাস থেকে মুক্তির দিশা দিতে পারেন নি বরং প্রায় সবাই বস্তুবাদি মতবাদের বিষাক্ত চেতনার সংক্রমনে আক্রান্ত ও নিমজ্জিত।

ইমাম হায়াত ছাড়া আর কেউ এ যুগে কলেমা কারবালার আলোকধারায় হকের আমানত খেলাফতের দিশা তুলে ধরে কলেমার বিপরীত কাঠামো মুলুকিয়তের ধ্বংসাত্মক গ্রাস থেকে দ্বীন-মিল্লাত-মানবতার উদ্ধারের দিশা দিতে পারেন নি।

আকিদা-আদর্শ-আধ্যাত্মিক-রাজনৈতিক সবদিকে কলেমা কারবালার আলোকধারায় হকের চিরন্তন বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ ধারা তুলে ধরেছেন এবং সর্ব বাতিলের গ্রাস থেকে মুক্তির দিশা দিয়েছেন এ যুগে একমাত্র আল্লামা ইমাম হায়াত।

আল্লামা আরেফ সারতাজ

(কেন্দ্রীয় নেতা-বিশ্ব সুন্নী আন্দোলন)

আল্লামা অধ্যাপক ডঃ কাওসার আমীন
(কেন্দ্রীয় নেতা-বিশ্ব সুন্নী আন্দোলন)

(Visited ১২০ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে এ জাতি কলঙ্কিত হয়েছে বিশ্ব দরবারে
বেসরকারি চাকরিজীবীদের বোবা কান্না
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা