২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনীর লালপুল অপহৃত এক স্কুলছাত্রী উদ্ধার

 

ফেনী প্রতিনিধি: ফেনীর
সোনাগাজী থেকে অপহৃত স্কুলছাত্রীকে (১৫) অপহরণের এক দিন পর উদ্ধার করেছে পুলিশ। ফেনীর লালপুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি বাসা থেকে শনিবার রাতে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মো. রিয়াদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

পরিবারের দাবি শুক্রবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে বখাটে মো. রিয়াদ (৩০), তাঁর বাবা মো. খুরশিদ আলম (৬০), বড় ভাই বেলাল হোসেনসহ (৩৫) অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন।
পুলিশ ও স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, অপহরণের শিকার স্কুলছাত্রী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে রিয়াদ তাকে উত্ত্যেক্ত করতো। বিষয়টি স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা রিয়াদের বাবাকে জানায়। এতে রিয়াদ আরও ক্ষিপ্ত হয়ে তাকে অপহরণের হুমকি দেন। শুক্রবার সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রাইভেট পড়তে যাওয়ার সময় রিয়াদ তাঁর সহযোগীদের নিয়ে স্কুলছাত্রীকে অপহরণ করেন।

শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর লালপুল এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

সোনাগাজী মডেল থানার এসআই মো. ময়নাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সকালে ছাত্রীর শারীরিক পরীক্ষা শেষে বিচারিক হাকিমের আদালতে জবানবন্দি পেশ করেছেন।

(Visited ১৬ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী