২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

রহমত ও মুক্তির স্মারক মাহে রবিউল আওয়াল উপলক্ষে – আল্লামা ইমাম হায়াতের শুভেচ্ছা বাণী

ইসলাম:

দয়াময় আল্লাহতাআলার পরম রহমত নাজিল এবং দুনিয়ায় সত্য ও মুক্তির সূর্যোদয় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহান শুভাগমনের স্মারক ঈদে আজমের মাস রবিউল আওয়ালের উদয় উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক- আল্লামা ইমাম হায়াত দয়াময় আল্লাতাআলার দরবারে শোকরিয়ার সাথে সকলকে মোবারকবাদ জানিয়েছেন।

দয়াময় আল্লাতাআলার সম্পর্ক ও দোজাহানের নাজাতের সাথে এ উপলক্ষকে একাকার উল্লেখ করে প্রদত্ত এক বিবৃতিতে আল্লামা ইমাম হায়াত বলেন, দয়াময় আল্লাহতাআলা ও তাঁর প্রিয়তম হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম ও নৈকট্য সাধনা এবং সত্য ও মানবতার মুক্তি সাধনা অবিচ্ছিন্ন বিষয়। তিনি বলেন, সত্য ও মানবতার বিজয়ের সাধনায় এবং মিথ্যা-মূর্খতা-আঁধার- বিনাশের ধারক সকল অপশক্তির গ্রাস থেকে উদ্ধারের সাধনায় প্রাণধিক প্রিয়নবীর মহান শুভাগমনের যথার্থ লক্ষ্য ও উদ্দেশ্যে এ মাসের সব ঈমানী কর্মসূচী উদ্যাপন করতে হবে।

মানবতার মুক্তি সাধনায় অবিচ্ছেদ্য এ মহান উপলক্ষে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের শুভাগমনের দান ধর্ম-জাতি-গোত্র-বর্ণ-লিঙ্গ-শ্রেণী নির্বিশেষে সকল মানুষের সমঅধিকার-নিরাপত্তা-স্বাধীনতা-মর্যাদা ভিত্তিক দুনিয়ার কাঠামো প্রতিষ্ঠায় এবং খুন-গুম-অবিচার-নৃশংসতা-পাশবতা-স্বৈরতা-দস্যুতার রূদ্ধ কাঠামো থেকে মানবজীবনের পুনরূদ্ধারে প্রিয়নবী প্রদত্ত সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত (authority of life & state & world of universal humanity) গড়ে তোলায় মানবতায় বিশ্বাসী সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লামা ইমাম হায়াত বিশেষ আহ্বান জানান।

(Visited ৫৬ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান