মোঃ সাইফ উদ্দিন মিঠুঃ
দাগনভূঞা উপজেলায় ২০১৮-১৯ অর্থবছরে “যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ এবং দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ” প্রকল্পের আওতায় নির্মিত বাসগৃহসমূহের উপকারভোগীদের মাঝে চাবি হস্তান্তর সোমবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রামনগর ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শরীয়ত উল্যা বাঙ্গালী,
দূর্যোগ সহনীয় ঘর প্রাপ্ত শেখ আব্দুর রহমান, উপকারভোগী সেকান্দরপুর গ্রামের বিবি ছায়েরা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খাঁন, উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহীন মুন্সি, সহকারী কমিশনার ভূমি সুজন চন্দ্র রায় সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার যার জমি আছে ঘর নাই তাদের ১৪৯জন এবং দুর্যোগ সহনীয় ৬টি ঘরের চাবি হস্তান্তর করা হয়।