ফেনী প্রতিনিধি:
ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার খোন্দকার নূরুনবী (বিপিএম,পিপিএম) এর বিশেষ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া – এর সার্বিক তত্বাবধানে এসআই-মোতাহার হোসেন(পিপিএম) এর নেতৃত্বে ,এসআই- কাজী গোলাম মহিউদ্দিন ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯টার সময় ফেনী সদর মডেল থানাধীন কাজীরবাগ ইউপিস্থ রানীরহাট বাজিারে অভিযান পরিচালনা করে ১. মোঃ ইউসুফ(৩৭), পিতাঃ নুর মোহাম্মদ বেচু মিয়া, মাতাঃ তাজখোরা বেগম, সাংঃ চর শিতা(ফুলন নেছা বাপের বাড়ী),থানা ও জেলাঃ ফেনী কে আটক পূর্বক তাহার হেফাজত হইতে ১০২(একশত দুই) পিস নেশা জাতীয় মাদক দ্রব্য (ইয়াবা ) উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ফেনী মডেল থানায় মামলা রুজু হয়।
(Visited 1 times, 1 visits today)