২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনী জেলা জেএসডির কমিটি গঠন: কফিল সভাপতি, হীরালাল সাধারন সম্পাদক নির্বাচিত

ফেনী প্রতিনিধি:

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ফেনী জেলার সম্মেলন সোমবার বিকালে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সম্মলনে কফিল উদ্দিন আহমেদকে সভাপতি ও হীরালাল চক্রবর্তীকে সাধারন সম্পাদক করে ৪৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সম্মেলন উদ্বোধন করেন জেএসডির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সিরাজ মিয়া। জেলা আহবায়ক হীরালাল চক্রবর্তীর সভাপতিত্বে ও যুগ্মআহবায়ক এমএইচ জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বেগম তানিয়া রব। এসময় তিনি বলেন, যে দেশে দীর্ঘ সময় পর্যন্ত সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারেননা। সে সরকার কিভাবে দুর্নীতি দমন করবেন? তথাকথিত শুদ্ধি অভিযানের নামে লুটেরাদের পার করে দেয়া হচ্ছে। ভোট বিহীন সরকার আজকে আমাদের কে কথা বলতে দেয়না। সাধারন মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। সাধারন মানুষকে প্রতিবাদের সাহস অর্জন করতে হলে জাসদের পতাকা তলে আসতে হবে। প্রধান বক্তা ছিলেন জেএসডির যুগ্মসাধারন সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন জেএসডির সাংগঠনিক সম্পাদক এডভোকেট কাউসার নিয়াজি।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আনোয়ার কবির মানিক, অধ্যক্ষ কামাল উদ্দিন মোল্লা, কফিল উদ্দিন আহমেদ, আলা উদ্দিন, আবু সৈয়দ মজুমদার, হালিম উল্যাহ মজুমদার, তৌফিকুল নোমান ও সায়েম সিকদার।
নবনির্বাচিত কমিটির অপরাপর সদস্যরা হলেন সহ-সভাপতি অধ্যক্ষ কামাল উদ্দিন মোল্লা, মীর আহমেদ মজুমদার, ইঞ্জিনিয়ার নূরুল আলম মোল্লা, মোস্তাফিজুর রহমান মিঠু, মহসিন ভূঞা, মোতাহের হোসেন মুরাদ, যুগ্মসাধারন সম্পাদক কামাল উদ্দিন ভূঞা, তাহের উদ্দিন মহিম, এমএইচ জাহাঙ্গীর, হালিম উল্যাহ মজুমদার, মনিরুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সায়েম সিকদার, দফতর সম্পাদক আবদুস সাত্তার, প্রচার সম্পাদক একেএম জুয়েল, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক দিদারুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক খানম কানিজ ফাতেমা, সাংস্কৃতিক সম্পাদক জালাল উদ্দিন টুটুল, আইন ও বিচার বিষয়ক সম্পাদক সুনীল চন্দ্র শীল, সমাজ সেবা সম্পাদক ইয়াছিন খান, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আবদুল মোতালেব, তথ্য ও গবেষণা সম্পাদক আবু সাঈদ মজুমদার, পরিবেশ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, সহ-সম্পাদক আফছার হোসেন, রিয়াজ চৌধুরী, আবু তাহের আবু সদস্য আবু ইউছুপ খোন্দকার, মজিবুল হক, আবদুল আজিজ, সোলায়মান, মোহাম্মদ আলী জিন্নাহ, মিঠু আবুল কালাম, আবুল হোসেন, ফকির শাহআলম, ডা. রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, নিতাই চক্রবর্তী, রুহুল আমিন বাচ্ছু, আবুল হোসেন, শাহাজালাল ছুট্টু, ওসমান ফারুক বাহার, এবাদল হক ও জামাল জগলুল রানা।

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’