ফেনী প্রতিনিধি:
ফেনী ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে রাস্তার পাশ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই কন্যা সন্তানের দায়িত্ব নিয়েছেন এক ব্যবসায়ী দম্পত্তি। সোমবার বিকালে ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে তাকে (দত্তক) হস্তান্তর করা হয়েছে ফেনীর এক ব্যাবসায়ী দম্পতির কাছে। এর আগে নবজাতকটি স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের তত্বাবধায়নে ছিলো। তাকে দত্তক পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিল ১৫টি পরিবার।
গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে নবজাতক কন্যা সন্তানটিকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে শিশুটির চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তারা। ফেনী জেলা প্রশাসন ও ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. আবু তাহের পাটোয়ারির মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন সহায় নবজাতকটির তত্তাবধায়নের দায়িত্ব নেয়।
(Visited 1 times, 1 visits today)