ফেনী প্রতিনিধি:
ফেনী বেষ্টইন রেষ্টুরেন্ট কনফারেন্স রুমে ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদক কর্তৃক ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি করিম উল্যাহ বিকম ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলকে বরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান বিকম, ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি এড. আকরামুজ্জামান, পরশুরাম উপজেলা পরিয়দের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মিয়াজি স্বপনসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ। এসময় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য নেতা- কর্মীরা কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। নতুন নের্তত্বের দায়িত্ব গ্রহনে নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।