গ্রীস প্রতিনিধি:
দয়াময় আল্লাহতাআলার নূর ও রাসুল, মানব জীবনে সত্য ও জ্ঞ্যান এবং জীবনের সকল আলোকমালার উৎস, সকল মিথ্যা-মূর্খতা-আঁধার-অশুভ-অকল্যাণ-অপশক্তির বিনাশ থেকে মুক্তির উৎস মহান প্রিয়নবী সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় মহা কল্যাণময় শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে বস্তুর ঊর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় সংগঠনের গ্রীস শাখার উদ্যোগে রাজধানী এথেন্স এক একাডেমিক কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ড. কায়সার আমিন রাছেখ সভাপতিত্বে ও নিরব আহমেদ রুমন এর পরিচালনায় আর ও বক্তব্য রাখেন, নুরুল ইসলাম রাহাত, রায়হান জসিম, রাকিব হোসেন, নাসির হোসেন, মাহবুব খন্দকার প্রমুখ।
বক্তাগণ বলেন, ইসলামের ছদ্মনামে ওহাবি-সালাফি-শিয়াবাদ ইত্যাদি বাতিল ফেরকা, বস্তুবাদি মতবাদ এবং বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ দুনিয়ায় প্রিয়নবীর শুভাগমনের দান ও লক্ষ্য থেকে মানবমন্ডলীকে বঞ্চিত করার লক্ষ্যে তথাকথিত ধর্মরাষ্ট্র ও উগ্র জাতীয়তাবাদের নামে দোজাহানে ধ্বংসের কাঠামো মুলুকিয়ত তথা একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতন্ত্র তৈরি করেছে।
বক্তাগণ বলেন, প্রিয়নবীর দেয়া সকল মানুষের জন্য সর্বকল্যাণময়, ধর্ম-জাতি নির্বিশেষে সব মানুষের সম অধিকার-নিরাপত্তা-স্বাধীনতা-মালিকানা ভিত্তিক, দ্বীনী মূল্যবোধ ভিত্তিক, অসাম্প্রদায়িক, একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত, সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও অখন্ড মানবতার অবিভাজ্য বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াতই বাতিল জালিম অপশক্তির রূদ্ধতার ফাঁস থেকে জীবন ও মানবতার মুক্তির একমাত্র উপায়। তারা বলেন, ইমাম হায়াত প্রবর্তিত খেলাফতে ইনসানিয়াতই মহান ঈদে আজমের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন ও আলোকপ্রবাহ জারি রাখার একমাত্র পথ।
সত্য ও মানবতা এবং জীবনের জন্য প্রিয়নবীর শুভাগমনের চেয়ে বড় কিছু নেই উল্লেখ করে বক্তাগন ঈমান,দ্বীন ও নাজাতের মূল হিসাবে এ দুনিয়ায় প্রিয়নবীর শুভপ্রকাশ শুভাগমনের চির মহাউপলক্ষকে অন্য কোন সাধারণ শব্দে নয়, আল্লাহতাআলার পরম শুকরিয়া হিসাবে ঈদে আজম হিসেবে উদযাপন করার আহ্বান জানান।