২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

৩০ নভেম্বরের পর অবৈধ অনলাইন পত্রিকা বন্ধ: তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

অনলাইন ডেস্ক:

৩০ নভেম্বরের পর অবৈধ অনলাইন পত্রিকা বন্ধ: তথ্য প্রতিমন্ত্রী আগামী ৩০ নভেম্বরের পর থেকে দেশে অনিবন্ধিত অবৈধ অনলাইন পত্রিকাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তথ্য প্রতিমন্ত্রী বলেন, যেসব অনলাইন নিউজপোর্টাল রেজিস্ট্রেশন করার জন্য যথাযথভাবে আবেদন করেছে তাদের ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব পত্রিকার ভেরিফিকেশন প্রতিবেদন আমাদের হাতে আসবে। যেসব অনলাইন পত্রিকা ভুয়া-মিথ্যা তথ্য পরিবেশন করে, গুজব ছড়ায় তাদের শাস্তির আওতায় আনা হবে। একই সঙ্গে নিউজপোর্টালগুলো বন্ধ করে দেওয়া হবে।

অনুষ্ঠানে ‘সালু আলমগীর সাহিত্য পদক’ দেওয়া এবং শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণসহ দরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ কাজী এ এম ইউসুফ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক ছড়াকার আনজীর লিটন, ডিএনসিসি প্যানেল মেয়র ডেইজী সারওয়ার, বাংলা একাডেমির উপ-পরিচালক কবি আমিনুর রহমান সুলতান, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. তৈমুর মল্লিক, মহুয়ার সম্পাদক হামিদুর রহমান সখা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ থেকে আগত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী, কবি ও লেখক শাশ্বতী ভট্টাচার্য, শিশির দাশগুপ্ত, তপোব্রত মুখোপাধ্যায়। সূত্র: হাজারকিা প্রতিদিন

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

বেসরকারি চাকরিজীবীদের বোবা কান্না
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান