ফেনী প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে আরামবাগ সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ ডিসেম্বর শহরে আরামবাগে সকাল ১০ টা থেকে দুপুর ১ টায় পর্যন্ত এ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার। দাউদপুর কাঁচা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের এর সভাপতিত্বে ও লিটন পাটোওয়ারী মেম্বারের সঞ্চালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও তুলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বাবু শম্ভু চন্দ্র বৈষ্ণব। ফেনী জেলা পরিষদ সদস্য ফারুক হোসেন, আরামবাগ জামে মসজিদের সভাপতি হাজী গোলান রসুল,ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এন এন জীবন,ফেনী রিপোর্টাস ইউনিটির নবনির্বাচিত সভাপতি জাফর সেলিম। গ্লোবাল টিভির ফেনী জেলা প্রতিনিধি ও মানব বার্তার সম্পাদক এ কে আজাদ, দৈনিক আমার কাগজের ফেনী প্রতিনিধি মো. আলাউদ্দিন ও সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়ার সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার প্রমুখ।
ফ্রি চক্ষু ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন,গোলাম সরওয়ার রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, লিটন পাটোওয়ারী মেম্বার,ফখরুল ইসলাম আজাদ, মোঃ শাহজাহান, জসিম উদ্দিন,ইমরান হোসেন সেন্টু ও পৌর যুবলীগ নেতা রিয়াজ মজুমদার। মহান বিজয় দিবস উপলক্ষে ফেনী প্রাইম চক্ষু হাসপাতালের সহযোগিতায় দুই শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। এছাড়া রয়েল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ফেনীর সহযোগিতা শতাধিক রোগীর বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।