২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

চট্টগ্রাম কোতোয়ালীতে বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে  শানে গাওসে পাক (র:) ও জামে আওলিয়া কেরাম সম্মেলন

চট্টগ্রাম প্রতিনিধি:

হজরত গাওসে পাক (র:) ও জামে আওলিয়া কেরামের পথ পুনরুদ্ধার উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন চট্টগ্রাম, কোতোয়ালী থানা শাখার উদ্যোগে ২০ ডিসেম্বর শুক্রবার প্রেসক্লাবের এস রহমান হলে এক বিশাল সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর নির্দেশনায় সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব কোতোয়ালী থানা শাখার সভাপতি আবদুল বারেক, সঞ্চালনায় চিলেন মাওলানা নজিবুল কবির রাহ্গীর, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আল্লামা আবু আরেফ সারতাজ, উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতা আল্লামা শেখ নঈম উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউয়াল কাদেরী, সাবিনা সাদাত সাফা, মাওলানা মোরশেদুল হক কাদেরী, অধ্যাপক মারুফ উদ্দীন, বাংলাদেশ টুডের এস, এম আকাশ, জামাল উদ্দীন, নাফিজ মোবারত, লুতফুর রহমান, মঈন উদ্দীন, ওমর ফারুক, নাছির উদ্দীন, ইব্রাহিম খলিল, সাবিহা ফাবিহা শাহীন, জেনিয়া হক, মাওলানা দিদারুল আলম, আবদুল্লাহ আল মামুন, মহসিন জাহেদ, আবদুল আহাদ, জুবায়ের জুনায়েদ, জুনায়েদ, এম এ মতিন, বাবলু, ইরফান, মাহাবুব মোরশেদ, আলমগীর হোসেন, হাফেজ হাবীব প্রমুখ।

সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সর্ব বাতিলের আঁধার থেকে মুক্তির দিশারী ও সংগ্রামের ধারক আওলিয়া কেরাম এবং সত্যের সংযোগ ও সত্যে অটলতা এবং ঈমানী বিশ্বস্ততার অগ্নিশিখা আওলিয়া কেরাম। তাঁরা বলেন, ইসলামের ছদ্মবেশধারী নবীদ্রোহী ওলীদ্রোহী খুনী সন্ত্রাসী বাতিল ফেরকা, নাস্তিক্যউদ্ভ‚ত বস্তুবাদী মতবাদ ও মানবতাবিরোধী গোষ্ঠীবাদি স্বৈরতন্ত্র তথা কোন প্রকার বাতিল জালেম অপশক্তির সমর্থন করে আওলিয়া কেরামের অনুসারী তথা মুমিন হওয়া যায় না। নেতৃবৃন্দ আওলিয়া কেরামকে আল্লাহতাআলার উদ্দেশ্যে নূরে ইলাহী প্রাণাধিক প্রিয়নবীর প্রেমে প্রাণপণ উৎসর্গতার প্রদীপ হিসেবে উল্লেখ করে বলেন, সর্ব বাতিল থেকে মুক্ত থেকে মিথ্যা ও জুলুমের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম এবং দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তি সাধনাই আওলিয়া কেরামের উত্তরাধিকার তথা ঈমানের পবিত্র কলেমার অঙ্গীকার। নেতৃবৃন্দ বলেন, কুফর জুলুমের স্বৈরদস্যুতা মুলুকিয়তের রূদ্ধতামুক্ত জীবন ও দুনিয়া খেলাফতে ইনসানিয়াতের দিশারী এবং প্রাণপ্রিয় আহলে বায়েত, মহামান্য খোলাফায়ে রাশেদীন, মহান মকবুল সাহাবায়ে কেরাম, সত্যের ইমামবৃন্দের উত্তরাধিকার আওলিয়া কেরাম। নেতৃবৃন্দ বলেন, সর্ব বাতিল থেকে পবিত্র হয়ে দয়াময় আল্লাহতাআলার সম্পর্কে মূল এবং সত্য ও মানবতার উৎস একমাত্র প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হয়ে যাওয়া তথা ঈমানিয়াত এবং বাতিল জালিম অপশক্তির বিনাশী গ্রাস থেকে জীবন ও মানবতার সুরক্ষায় সত্য ও মানবতা ভিত্তিক সমাজ-রাষ্ট্র- বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলাই মহান আওলিয়া কেরামের শিক্ষা। নেতৃবৃন্দ দ্বীনের প্রকৃতধারা তথা আওলিয়া কেরামের নির্দেশিত পূর্ণাংঙ্গ পথের পূণরূজ্জীবন এবং মিল্লাত ও মানবতার স্বাধীনতার পূণরূদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’