মো. আবদুল মুনাফ পিন্টু:
দাগনভূঞায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আমিনুল ইসলাম, সহকারী পরিচালক ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুবাইত বিন করিম।
পরিবার পরিকল্পনা পরিদর্শক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য পরিদর্শক সিরাজ উল্যা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কুমার মজুমদার, পরিবার কল্যাণ সহকারী মল্লিনা বেদী নাথ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ তাসলিমা আক্তার।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী গন উপস্থিত ছিলেন।