ফেনী প্রতিনিধি:
ফেনীতে নদী, খাল-জলাশয়ে অবৈধ দখলমুক্ত অভিযান শুরু হয়েছে। ২৩ ডিসেম্বর, সোমবার প্রথম দিনে ফেনী সদর উপজেলার কাজিরবাগ এলাকায় কুমাড়িয়া খালের পাড়ে ২১টি অবৈধ পাকা, আধা পাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ড এ অভিযান পরিচালনা করে।
ফেনী পাউবো সুত্র জানায়, ইতিপূর্বে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ও মালীপুর মৌজায় কুমাড়িয়া খালের পাড়ে ৩৯টি পাকা, আধাপাকা ও কাঁচা অবৈধ দখলদার ও স্থাপনা চিহ্নিত করা হয়।
সোমবার সকালে উচ্ছেদ অভিযানের সময় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পি কে এম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আতোয়ার রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দিন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নুরুন্নবীসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।উচ্ছেদ অভিযানের আগে স্থানীয় রানীরহাট বাজারে অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদে এক মানববন্ধনে অংশ নেন জেলা প্রশাসন, পাউবোর কর্মকর্তা ও কর্মচারীরা।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে ফেনীতে নদী খাল ও জলাশয়ে অবৈধ দখলদারমুক্ত করতে ফেনীতেও অভিযান শুরু হয়েছে। ফেনী পৌরসভার দখলকৃত অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।