মোঃ নাজমুল হক:
ফেনীর দাগনভূঞায় বাংলাদেশ মানবাধিকার কমিশন দাগনভূঞা উপজেলা শাখার আয়োজনে ৭১তম বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি শেষে দাগনভূঞা বাজার জিরোপয়েন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার সভাপতি মানবতাবাদী আবুল কায়েশ রিপনের সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান ।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার মোঃ নাজমুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ আসলাম শিকদার, এতে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শরীয়ত উল্যাহ বাঙ্গালী, উপজেলা শাখার সহ-সভাপতি মাইনুল ইসলাম সোহেল, উপজেলা শাখার যুগ্ম -সাধারণ সম্পাদক আবদুল মন্নান পারভেজ। এছাড়াও উক্ত র্যালি, আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুশীল সমাজ, সাংবাদিক, কমিশনের উপজেলা, পৌরশাখা, ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ শুভাকাংখী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।