২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনীর ফুলগাজীতে বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা

ফেনী প্রতিনিধিঃ

ফুলগাজীতে বন্ধুর ছুরিকাঘাতে মাসুদ রানা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে ফুলগাজী উপজেলার আমজাদহাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাসুদ উত্তর ধর্মপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গতরাতে ধর্মপুর এলাকার মাসুদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু জসিম।

এ সময় জসিমের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয় মাসুদের। একপর্যায় জসিমের হাতে থাকা ছুরি দিয়ে মাসুদকে ঘাড়ের ওপর আঘাত করলে মাটিতে পড়ে যায় সে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় জসিম।পরে আহত মাসুদকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নাজমুল হাসান সাম্মি বলেন, ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ফুলগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, অভিযুক্ত জসিমকে বৃহস্পতিবার সকালে দরবারপুর এলাকার একটি মসজিদকে আটক করেছে পুলিশ। এঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’