ফেনী প্রতিনিধি:
ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যকরি কমিটির ভোটগ্রহণ বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে। ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন প্রধান অ্যাডভোকেট এম. শাহজাহান সাজু। সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন সাপ্তাহিক নির্ভীক সম্পাদক ও এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি জাফর সেলিম। সাধারণ সম্পাদক পদে ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার। প্রতিদ্বন্ধী এটিএন বাংলা প্রতিনিধি দিদারুল আলম পেয়েছেন ৬ ভোট। সহ-সভাপতি পদে পাক্ষিক মসিমেলা সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্ধী দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারি পেয়েছেন ৬ ভোট। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে নির্বাচিত হলেন: দৈনিক বণিক বার্তা প্রতিনিধি ও স্টার লাইন বার্তা সম্পাদক নুর উল্যাহ কায়সার (১৬ ভোট), দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শুকদেব নাথ তপন (১১ ভোট), দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন (১০ ভোট), দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হাবিবুর রহমান খান (১০ ভোট), দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক (১০ ভোট), একাত্তর টিভি প্রতিনিধি জহিরুল হক মিলু (৯ ভোট)।
সদস্য পদে প্রতিদ্বন্ধী সমকাল প্রতিনিধি শাহজালাল রতন, এনটিভি প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল, সাপ্তাহিক নিহারীকা ভারপ্রাপ্ত সম্পাদক আরিফুল আমিন রিজভী ৬ ভোট করে পেয়ে পরাজিত হন। এর আগে বিনাপ্রতিদ্বন্ধীতায় সহ-সাধারণ সম্পাদক পদে ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুক ও কোষাধ্যক্ষ সম্পাদক পদে সময়ের আলো প্রতিনিধি ও দৈনিক স্টার লাইন স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন পাটোয়ারি নির্বাচিত হন। নির্বাচন কমিশনে ছিলেন জয়নাল হাজারী কলেজের প্রভাষক গণেষ চন্দ্র ভৌমিক ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তৌহিদুল ইসলাম তুহিন।