২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে ইনসানিয়াত বিপ্লবের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর প্রচারণতা শুরু

চট্টগ্রাম প্রতিনিধি:

হজরত শাহ আমানত (র:) মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রাম-৮ আসনে আসন্ন সংসদ উপনির্বাচনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ-এর সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এমাদাদুল হক সায়ীফ বুধবার (২৫ ডিসেম্বর) প্রচারণা শুরু করেন।

এমাদাদুল হক সায়ীফ বলেন, অফিসিয়ালী আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে হলেও আমি নিছক স্বতন্ত্র নই, আমি প্রকৃতপক্ষে মানবতা ভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব এর পক্ষ থেকে দাঁড়িয়েছি। তিনি বলেন, ইনসানিয়াত বিপ্লবের নিবন্ধনের পক্ষ মাননীয় হাইকোর্টের রুল হলেও এখনো আনুষ্ঠানিক নিবন্ধন না হওয়ায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে বাধ্য হয়েছি।

তিনি বলেন, আমি ইনসানিয়াত বিপ্লবের আদর্শ মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্রের পক্ষে জনম্যান্ডেট চেয়ে আমার নির্বাচনী প্রচারণা করছি। তিনি আরও বলেন, রাজনীতির প্রচলিত দুই ধারাঃ (১) ধর্মের নামে রাজনীতি ও রাষ্ট্র এবং (২) একক জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি ও রাষ্ট্র, এই দুই ধারার সম্পুর্ণ বিপরীতে ইনসানিয়াত সর্বজনীন মানবতার রাজনীতির নূতন ধারা, এ যুগে যার প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।

সায়ীফ বলেন, আমরা ইনসানিয়াত বিপ্লব দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র একক ধর্ম ও একক জাতীয়তা ভিত্তিক হওয়া ধর্মবিরোধী ও রাষ্ট্র বিরোধী এবং মানবতা বিরোধী। আমরা অলংঘণীয়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র ও সম্পদ একক গোষ্ঠীর নয়, রাষ্ট্র ও দুনিয়া সবার সব মানুষের, রাষ্ট্র ও দুনিয়া হবে সবার কল্যাণে সব মানুষের মালিকানা ভিত্তিক- যা প্রাকৃতিকভাবে দান করেছেন দয়াময় আল্লাহতাআলা ও তাঁর আলো সর্বকল্যানের উৎস সত্য ও মানবতার মুক্তির রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

সায়ীফ সকলের নিকট সবিনয় আবেদন জানিয়ে বলেন, স্বতন্ত্র হিসেবে দাঁড়ালেও তাকে ইনসানিয়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে গন্য করবেন, না হয় মানুষ সত্য জানতে পারবে না এবং আমাদের দাঁড়ানোর উদ্দেশ্যই অজ্ঞাত থেকে যাবে। এইসময় প্রার্থী জনগণের নিকট দোআ ও সাহায্য কামনা করেন।

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’