২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

মাননীয় প্রধানমন্ত্রী দল এবার পরগাছা মুক্ত হোক

সাজ্জাদ হোসেন চিশতী:

ধন্যবাদ মমতাময়ী মা, গণতন্ত্রের মানসকন্যা, বিশ্বনেত্রী, মানবতার মাতা, জাতির জনকের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, আমাদের শেষ আশ্রয়স্থল, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা আপনার নির্দেশে গত ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া শুদ্ধি অভিযান দেশের সাধারণ মানুষের সমর্থন পেয়েছে। আরও আগেই এ ধরনের অভিযান চালানোর দরকার ছিল। ক্ষমতাসীন দলে ভিড়ে শত শত কোটি টাকার মালিক বনে যাওয়া, ক্ষমতাসীন দলের নেতা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে টাকার ভাগাভাগির খবর এসেছে গণমাধ্যমে। এই অভিযানের ভেতর দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ পরিশুদ্ধ হোক। আজ আপনার এক অতি ক্ষুদ্র কর্মী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কমিটি নিয়ে দুটি কথা বলতে চাই।

প্রিয় আপা, আপনি এখন দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন, একে বাংলাদেশের অধিকাংশ মানুয়েই সমর্থন করে, আপনি নিজের দল থেকেই অভিযান শুরু করেছেন যা কেউ করে না। দলের পাশাপাশি সরকারের আমলাসহ সব দিকেই আপনাকেই নজর দিতে হবে কারন বেশিরভাগ মন্ত্রী/এমপি, ইনএকটিভ। বালিশ, চেয়ার, পর্দা, বই, গাছের মতো ঘটনা কারা ঘটাচ্ছে, কারা জড়িত, কারা এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায় তাও বের করতে হবে, তাদের সর্বচ্চো শাস্তি দিতে হবে। পাশাপাশি হঠাৎ পেঁয়াজসহ নানা বিষয়ে কারা অস্থিরতা তৈরি করছে সেদিকেও নজর দিতে অনুরোধ করছি।

আমরা জানি, আপনি বিচক্ষণ, আপনি নিশ্চয়ই আওয়ামী লীগকে নতুনভাবে ঢেলে সাজাবেন, থাকবে যোগ্য প্রার্থীর চমক। কিন্তু আপা খেয়াল রাখবেন জীবনেও যারা ছাএলীগ, যুবলীগ করেনি, তৃণমূল আওয়ামী লীগ করেনি, করেছে বিএনপি জামায়াত তারা যেন আবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ও উপকমিটি তে জায়গা না পায়। গত ২ কমিটিতে সহসম্পাদক ও উপকমিটির সদস্য যারা হয়েছেন বেশির ভাগই টাকার বিনিময়ে পদ পেয়েছেন। অতীতের মতো টাকা পয়সার খেলা যেন কেউ দেখাতে না পারে। এই পদ নিয়ে তারা দেশে-বিদেশে নানা চাঁদাবাজি, ধান্দাবাজি করেছেন। এবার যাদের নিবেন তাদের জীবন বিত্তান্ত (সিভি) দেখে, গোয়েন্দা সংস্থা দিয়ে যাচাই-বাছাই করে নিবেন। যাতে করে দলের কিছু সিনিয়র নেতা টাকা খেয়ে অযোগ্য লোকজন দলে ঢুকাতে না পারে। তাই বলতে চাই যাচাই-বাচাই করে যোগ্য লোককে যোগ্য নেতৃত্ব দিন।

এখনকার নেতাদের দেখলে আশ্চর্য হই যে, কোনো ইউনিটের মূল দল বা অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক হলেই যেকোনো একটা জায়গা দখল করে জাতির পিতা আর আপনার ছবি টানিয়ে বিশাল চেয়ার-টেবিল নিয়ে বিরাট কারবার, বিরাট অফিস। চা নাস্তা চলছে, আর শুধু খোঁজ থাকে দলীয় প্রোগ্রামের, কখন প্রোগ্রাম আসবে, আসলেই শুরু হয় চান্দাবাজি, তারপর আছে নানা মাদক ব্যবসাসহ থানার তদবির, আরও কত ধান্দা। এমন ছদ্যবেশি দলের ভন্ড নেতাদের ধিক্কার জানাই। কেমন আদর্শে নিজেদের গড়েছেন আপনারা, দলে ঢুকেন টাকা দিয়ে, পোস্ট নেন টাকা দিয়ে, আর সে টাকা কামানোর জন্য হয়ে ওঠেন বেপরোয়া। জাতির পিতা আর আমার নেত্রীর ছবি টানিয়ে এই ব্যবসা বন্ধ করেন। অবশ্য নেত্রী নিজেই সে ব্যাপারে কাজ শুরু করেছেন। ইতিমধ্যে আমার নেত্রীর কাছে সকল তালিকা হাতে এসেছে। আমার নেত্রী, মূল দল, অঙ্গসমূহের, পেশাজীবী সবখানেই বিএনপি-জামায়াত ও ধান্দাবাজরা ঢুকে গেছে তারা এখন আছে শুধু ধান্দায়, টাকা কামনোর যতো কৌশল আছে তা নিয়ে ব্যস্ত। আপনার সঙ্গে দলীয় নেতাদের সঙ্গে ছবি তুলে কীভাবে ধান্দা করবে তা নিয়ে ব্যস্ত। সাংবাদিকদের মধ্যেও এখন সবাই আওয়ামী লীগ। মোট কথা দেশে এখন ৯৯% আওয়ামী লীগ। এদের খুঁজে বের করুন। তাদের সম্পত্তির ও ব্যাংক হিসাব নিন। সব বেরুবে। মমতাময়ী মা, পাশাপাশি গোয়েন্দা সংস্থা দিয়ে দলের ত্যাগিদের তালিকা ও করুন, তাদের ও মূলায়ন করুন।

ঐ দিন এক নিউজে দেখলাম, আওয়ামী লীগের এক এমপি এক অনুষ্ঠানে বলেছেন তার নাকি উপরে আল্লাহ আর নিচে এক ভাই আছে, তার আর কারো দরকার নাই।!! চিন্তা করে দেখেন আপা রাজনীতি কোথায় পৌঁছেছে। ফেসবুকে সারাদিন ভাই আপনার হাসি, কাসি, সর্দি সব ভালোবাসি, আপনিই জীবন/মরণ ইত্যাদি। তারা জাতির পিতা বঙ্গবন্ধু, আপনাকে, আওয়ামী লীগকে ভালোবাসে না, তারা ভাইকে ভালোবাসে ভাই লীগ করে। বিশ্ব নেত্রী, বিশেষ করে আওয়ামী লীগের নামের শতটি ভুঁইফোড় সংগঠনের ব্যাপারে কঠোর হোন, তাদের আচার-আচরণ বেপরোয়া। এত দল, এত নেতা দেখলেও ভয় পাই। সবশেষে আপনাকে বলতে চাই আপনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ও দলনেতা। আপনি সব বুঝেন-জানেন।

সব বিএনপি-জামায়াত অনুপ্রবেশ ধান্দাবাজদের আর দলে স্থান দিয়েন না। ত্যাগীদের খুঁজে বের করে, দলে স্থান দিন। আপনার হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ, এর অংগসংগঠন, সরকার ও দেশ। কারণ আপনার মতো মেধাবী, বিচক্ষণ, ত্যাগী, ধর্মপ্রাণ, নির্লোভ, নিরহংকারী, কখনও কোমলমতি আবার কখনও ইস্পাত কঠিন নেত্রীর শক্ত হাতে যতদিন দেশ ততদিন পথ হারাবে না বাংলাদেশ।

লেখক: সাজ্জাদ হোসেন চিশতী, সাংবাদিক, সাবেক ছাত্রনেতা ও সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে এ জাতি কলঙ্কিত হয়েছে বিশ্ব দরবারে
বেসরকারি চাকরিজীবীদের বোবা কান্না
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন