২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনীতে জাতীয় যুব সংহতির কর্মী সভা

ফেনী প্রতিনিধি:

প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সভাপতিমন্ডলীর সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি শনিবার ফেনী জেলা পরিষদের সেলিম আলাদীন মিলনায়তনে আয়োজিত জেলা জাতীয় যুব সংহতির এক কর্মী সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. রেজাউল গনি পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সাংসদ নাজমা আক্তার, যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, ইকবাল আলমগীর ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খন্দকার নজরুল ইসলাম।

জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আবুল মনসুর নয়নের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- যুব সংহতির ছাগলনাইয়া উপজেলা সভাপতি মোক্তার হোসেন, সোনাগাজী উপজেলা সভাপতি গিয়াস উদ্দিন, দাগনভূঞা উপজেলা সভাপতি মো. মামুন, পরশুরাম উপজেলা সভাপতি জসিম উদ্দিন ও সদর উপজেলা আহবায়ক ওমর ফারুক খোকন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, দেশের তৃণমূল পর্যায়ের মানুষ জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু এইচ এম এরশাদকে এখনও মনে প্রাণে ভালোবাসেন। আধুনিক বাংলাদেশের উন্নয়নের রুপকার পল্লীবন্ধু এরশাদের শাসন আমলের কথা আজো মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে। তার স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তবেই প্রয়াত এরশাদের স্বপ্ন বাস্তবায়িত হবে।

(Visited ১৮ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী