২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

জামাত শিবির অনুসারী মিজান আজহারির কুফরি সভা বন্ধের দাবিতে বিশ্ব সুন্নী আন্দোলনের মানববন্ধন

কসবা প্রতিনিধি:

শানে রেসালাতের দুশমন কুখ্যাত জামাত শিবির বেয়াদব শয়তান মিজান আজহারির সভা বন্ধ এবং গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ কসবা উপজেলা শাখার উদ্যােগ কসবা প্রেস ক্লাব প্রাঙ্গন বৃহস্পতিবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নিদের্শনায় আয়াোজিত এ মানববন্ধনের সভাপতিত্ব করেন কসবা উপজেলা শাখার আহবায়ক আল্লামা গােলাম সাদেক। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের কেদ্রীয় নেতা এডভোকেট মাইনুদ্দিন টিটু, এডভোকেট রাফি উদ্দিন, জেলা নেতা রওনক রুবেল, সাইদুল ইসলাম, মাওলানা আব্দুর রকিব, ডাঃ দেলােয়ার খান বনু, ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, আশরাফুল ইসলাম, আব্দুল মালেক ও এনামুল মিল্লাত।

সংগঠনের নেতারা বলেন, ইসলামের শত্রু শয়তান সালাফি মওদুদিবাদি এ কাফের ওয়াজ মাহফিলের ছদ্মবেশে জংগিবাদি উগ্রবাদি কুফরি মতবাদ ছড়াচ্ছে এবং শানে রেসালাত অবমাননা করে ঈমানর মূল আঘাত করে যাচ্ছে। কােন মুমিনের পক্ষে রাসুলের শানে অবমাননা ধৃষ্টতা সহ্য করা সম্ভব না জানিয়ে বক্তাগণ বলেন, দয়াময় আল্লাহতাআলার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও প্রাণপ্রিয় আহলে বায়েত রাদিআল্লাহু আনহুমর শানে বেয়াদবি ও অবমাননা প্রাণের বিনিময় হলেও প্রতিহত করা হবে।

বক্তাগণ মানবন্ধনে প্রাণাধিক রাসুলের শানে কুফরি অবমাননাকারী শয়তান মিজান আজহারীর গ্রেপ্তার ও শাস্তির দাবি এবং আগামী ৪ই জানুয়ারী কসবা উপজলার কালিয়ারা মসজিদ মাঠ প্রাঙ্গণ আয়ােজিত এ কুফরি সভা বন্ধের দাবি জানান।

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’