২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

ঢাকা উত্তরে নির্বাচনের প্রচারণা হামলায় তাবিথসহ বেশ কয়েকজন আহত

মানব বার্তা ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা চালানোর সময় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০/১২ জন আহত হয়েছেন বলে দলটির পক্ষে থেকে দাবি করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর গাবতলী এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় তাবিথ আউয়ালের উপর হামলায় হয়। এতে তিনি আহত হন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের উপর কাপুরুষের মতো হামলা চালানো হয়েছে। যতই হামলা হোক, আমাদের দমিয়ে রাখা যাবে না। নির্বাচনী প্রচার চালিয়ে যাব।’

তাবিথ অভিযোগ করেন, ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ারের নেতৃত্বে এই হামলা হয়। জানা গেছে, ওই এলাকায় গণসংযোগ শুরুর পরপরই লাঠিসোঁটা নিয়ে তাঁদের পেছন থেকে হামলা করেন একদল লোক। হামলাকারীরা তাবিথ ও তাঁর সঙ্গীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তাবিথসহ ১০/১২ জন কর্মী-সমর্থক আহত হন।

ওই হামলার বিষয়ে তাবিথ বক্তব্য দেয়ার পর আবারো হামলার ঘটনা ঘটে। হামলাকারীর সংখ্যা আনুমানিক ৩০/৪০। তারা হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন বলে জানা গেছে। ৯ নম্বর ওয়ার্ড এলাকায় হামলার পর ১১ নম্বর ওয়ার্ডের দিকে চলে যান তাবিথ ও তাঁর সঙ্গে থাকা কর্মী-সমর্থকেরা। ইত্তেফাক

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান
এশিয়ান টিভির ফেনী জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক সোহাগ