পটিয়া প্রতিনিধিঃ
নীতিহীন আদর্শহীন ও অনৈতিক জীবনযাপনের কোন মূল্য নেই। মানুষের জীবনমান পরিবর্তন একমাত্র মাধ্যম সুশিক্ষা। মৌলিক অধিকারের এ মাধ্যমে জীবন কাজে লাগানো গেলে কোন মানুষ দরিদ্র থাকবে না। সোমবার সকালে গাইডেন্স কোচিং মিলায়তন হলে শিবলী আহসান বাবুর সভাপত্বিতে এস.এস.সি পরীক্ষার্থীদের দোয়া কামনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এই কথা বলেন।
তিনি আরো বলেন আলোকিত সমাজ গড়ার দায়িত্ব শিক্ষার্থীদেরই নিতে হবে। আজকে নতুন প্রজন্মে সম্মিলিত প্রয়াসে আগামীর পথ চলতে সহায়ক করবে। শিক্ষক আরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইডেন্সর পরিচালক হেফাজুল করিম রাকিব, উদ্বোধক ছিলেন লেখক নজরুল ইসলাম।বিশেষ অতিথি ইমরান হোসেন,মহিউদ্দিন,অভিজিৎ কুমার শুভ,শহীদুল ইসলাম,তৌহিদুল আলম,সামিউল আকরাম তারেক,আবু হানিফ,মোরশেদুল আলম প্রমুখ।শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আবেদা সুলতানা,গোবিন্দ দাশ,মেহেরুন্নেছা প্রমুখ। অনুষ্ঠান শেষে মডেল টেস্ট বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।
(Visited 1 times, 1 visits today)