ফেনী প্রতিনিধি:
ফেনীতে কেক কেটে ও শুভেচ্ছা জানিয়ে অর্থনীতি বিষয়ক জাতীয় দৈনিক শেয়ার বিজ রুপান্তরের ৩য় বর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২জানুয়ারি) দুপুর ১২টায় ফেনী রিপোর্টাস ইউনিটিতে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হক। পত্রিকার ফেনী প্রতিনিধি শাহাদাত হোসেন তৌহিদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সভাপতি জাফর সেলিম, সাধারণ সম্পাদক যতন মজুমদার, দৈনিক ফেনীর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী পৌর আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলম, দ্যা ফাইনান্সিয়াল এক্সপ্রেসের ফেনী প্রতিনিধি মফিজুর রহমান, শেয়ার বিজের ফেনী প্রতিনিধি শাহাদাত হোসেন তৌহিদ, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু, সংস্কৃতিকর্মী রাজীব সারওয়ার, আমার কাগজের ফেনী প্রতিনিধি মো. আলাউদ্দিন, বাংলাদেশের খবরের দাগনভূঞা প্রতিনিধি কাজী ইফতেখার, দেশবার্তার সোনাগাজী প্রতিনিধি আল মামুন, ফেনী পৌর যুবলীগ নেতা রিয়াজ মজুমদারসহ আরো অনেকে।