ফেনী প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের মাষ্টারপাড়ায় জেলা পরিষদ ষ্টাফ কোয়ার্টার এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে র্যাব-৭ অভিযান চালায়। এসময় কোয়ার্টার জামে মসজিদের পশ্চিম পার্শ্বে লাতু মিয়ার দোকানের সামনে দৌড়ে পালানোর সময় র্যাব সদস্যরা কদল গাজী রোডের অধিবাসী আব্দুল আজিজের ছেলে মোঃ মেহেদী হাসান (২০) কে ১৫০ পিস ইয়াবাসহ আটক করে ।
আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, সে কৌশলে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে ফেনী শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেনে।
(Visited 1 times, 1 visits today)