ফেনী প্রতিনিধি:
ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পি.কে.এম এনামুল করিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে তার বদলির আদেশ জারি করা হয়। পি.কে.এম এনামুল করিম ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর ফেনীর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন। পরে বিভিন্ন মেয়াদে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।
ফেনীতে তাঁর কর্মকালীন সময়ে কর্মচাঞ্চল্য, দক্ষতা, যোগ্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রয়োগে একজন দক্ষ প্রশাসক হিসেবে ফেনীর আপমার মানুষের হৃদয় জয় করে নিয়েছেন বলে শুভাকাঙ্খীরা দাবি করেছেন। ২৪ তম বিসিএস এ উত্তীর্ণ এ কর্মকর্তা খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে সিভিল সার্ভিসে সূচনা করেন।