আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আবারো বন্দুক হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন। একইদিন হাওয়াই দ্বীপপুঞ্জে বন্দুক হামলার নিহত হন আরো দুই পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের একটি মিউজিক ক্লাবে কনসার্ট চলাকালে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত অস্ত্রধারীরা। ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কজনক বলে জানা গেছে। দু’টি গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। এদিকে হাওয়াই দ্বীপপুঞ্জে পুলিশের ওপর হামলা চালায় অজ্ঞাত এক অস্ত্রধারী। এতে দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন।
(Visited 1 times, 1 visits today)