২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

ফেনীতে উৎপাদিত পণ্য সামগ্রীর প্রচার ও প্রসারে শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা

ফেনী প্রতিনিধি:

স্থানীয় পর্যায়ে উৎপাদিত পণ্য সামগ্রীর প্রচার ও প্রসারে আগামী শনিবার ১ ফেব্রুয়ারি থেকে ফেনীতে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী এসএমই পণ্য মেলা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের শহরে শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে জেলা প্রশাসন সার্বিক ব্যবস্থাপনায় এ মেলার আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সোমবার (২৭ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান মেলার প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

এসময় তিনি বলেন, গ্রামীণ জনপদে উৎপাদিত বিভিন্ন ধরণের কুটির শিল্প ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সঠিক প্রচারের অভাবে আশার আলো দেখতে পায়না। ফেনী জেলার গ্রামগঞ্জে গুণগতমান সম্পন্ন নতুন নতুন বিভিন্ন প্রয়োজনীয় পণ্য সামগ্রী উৎপাদিত হলেও শুধুমাত্র প্রচারের অভাবে সে সমস্ত পণ্য সামগ্রী ভোক্তাদের কাছে পৌঁছায় না। স্থানীয় পর্যায়ে উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে সহজে পৌঁছে দেবার জন্য এ মেলার আয়োজন করা হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, ফেনীতে এমন অনেক হস্ত ও কুটিরশিল্প উৎপাদিত হয়ে থাকে যেগুলো ফেনী জেলার নিজস্ব পরিচয় বহন করে থাকে। এ মেলা আয়োজনের মূল লক্ষ্য হলো এ সমস্ত পণ্য সামগ্রী প্রচার-প্রচারণার মাধ্যমে বাণিজ্যিকভাবে আত্মপ্রকাশ করানো। এতে করে উৎপাদক ও উদ্যোক্তারা অনপ্রাণিত ও আর্থিকভাবে লাভবান হবে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক বলেন, মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোতে মানসম্মত পণ্যের সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করবে।

মেলার আয়োজনের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তার বলেন, উৎপাদক ও ভোক্তাদের মাঝে মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে এসএমই পণ্য মেলা আয়োজন করা হয়ে থাকে। ইতোমধ্যে মেলাতে প্রায় ৪৪টি স্টলের আবেদন এসেছে। যার মধ্যে ফেনী জেলার গ্রামীণ ঐতিহ্য ধারণ করার মতো পণ্য সামগ্রী উৎপাদনকারী ছাড়াও নতুন নতুন উদ্ভাবনকারী প্রতিষ্ঠান থাকছে।

আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এ মেলার উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। জাঁকজমকভাবে মেলাটি আয়োজনের জন্য ইতোমধ্যে জেলা প্রশাসন প্রস্তুতি গ্রহণ করেছে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ৭ ফেব্রুয়ারি মেলা সমাপ্ত হবে।

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ সভাপতি আবুল কাশেম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী চৌধুরী শরিফুর রহমানসহ বাংলাদেশ ব্যাংক, বিসিক ও নাসিব প্রতিনিধিরা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা এতে সংবাদ সম্মেলনে অংশ নেন।

(Visited ৬০ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী