ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের’কামু ভুঁইয়ার পোল’ পশ্চিম চন্ডিপুর গ্রামের একই পরিবারের ৫ জন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। ২৫ ফেব্রুয়ারি ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে,বিজ্ঞ আইনজীবী এড. এম. শাহজাহান সাজু হলফনামা কারীদের সনাক্ত করে।
বর্তমান মোহাম্মদ আব্দুল্লাহ (৪৮) সাবেক অনিল কর, পিতা-মৃত দেবেন্দ্র কর,মাতা মৃত নটাকর। মোসাম্মৎ আমেনা বেগম (৩৮)সাবেক মনি কর,স্বামী মোহাম্মদ আবদুল্লাহ, মাতা জয়ন্তী কর। মোহাম্মদ ওসমান গনি(২৩) পিতা মোহাম্মদ আব্দুল্লাহ, মাতা মোসাম্মাত আমেনা বেগম, সাবেক নিখিল কর সুমন। মো. আবুল কালাম (২০) পিতাঃ মো. আবদুল্লাহ মাতাঃ মোসাম্মৎ আমেনা বেগম সাবেক নাম উজ্জ্বল কর। বিবি ফাতেমা (৯) পিতা মোঃ আব্দুল্লাহ, মাতা মোসাম্মৎ আমেনা বেগম, সাবেক সোমা কর।
(Visited 1 times, 1 visits today)