রাজধানীর দক্ষিণখান থানার কেসি স্কুলের পেছনে একটি বাড়ি থেকে দুই শিশু এবং এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আনুমানিক সাড়ে ৫টার দিকে খবর পেয়ে দক্ষিণখান থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এখনো তারা ওখানে অবস্থান করছেন।
দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কে এম মনছুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা সেখানে আছেন। বিস্তারিত পরে জানানো হবে।
(Visited 1 times, 1 visits today)