১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

নয়াপল্টনে আ.লীগ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের কাউন্সিলর এনামুল হক আবুলের সমর্থকরা মিছিল বের করলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। তখন আবুলের সমর্থকরা গলির ভেতরে প্রবেশ করে সংগঠিত হলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদল, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী অবস্থান নিয়েছেন। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুব বকর সিদ্দিক বলেন, বিএনপির অফিসের সামনে লোকজন জড়ো হয়েছিল। তার পাশ দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল। এ সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান
প্রধানমন্ত্রী সন্তানদের সাথে পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ