পিটিয়ে হত্যাফেনীর ছাগলনাইয়াতে পুকুরের মাছ ভাগাভাগিকে কেন্দ্র করে খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে । সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, নিজ পুকুরের মাছ ভাগ করা নিয়ে উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর সিংহনগর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মেসবাহউদ্দিনের সঙ্গে একই বাড়ির খোরশেদ আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হঠাৎ মেসবাহ খোরশেদের মাথায় গাছের গুঁড়ি দিয়ে আঘাত করে বলে জানা গেছে। তাকে মুমূর্ষু অবস্থায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।