সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট দূরীকরণে ফেনীতে আড়াইশ শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। তাদেরকে গত দু’দিন ওরিয়েন্টেশন প্রশিক্ষণ প্রদান করা হয়।
শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে মঙ্গলবার শেষদিনে প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. নুরুল আমিন। আমন্ত্রীত অতিথি ছিলেন জেলা সহকারি শিক্ষা কর্মকর্তা শাহআলম ও ফিরোজ আহমদ, মনিটরিং কর্মকর্তা পারভেজ আলম প্রমুখ।
(Visited 1 times, 1 visits today)